Top Ad unit 728 × 90

>
[]

কিভাবে আপনার কম্পিউটার এর বয়স জানবেন ।

step 011 500x292 কিভাবে আপনার কম্পিউটার এর বয়স জানবেন ।
আসসালামুয়ালাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন । আজ আমি আপনাদের সাথে অনেক অনেক ছোট একটি টিপস শেয়ার করবো । আমরা অনেকেই পুরাতন কম্পিউটার, নেটবুক , ল্যাপটপ কিনি বা অনেকেই মনে মনে ভাবছেন পুরাতন কম্পিউটার, ল্যাপটপ,নেটবুক কিনব কিন্তু একটু সমস্যা হল এটা কতদিনের পুরাতন টা জানাটা একটু দরকার ।তাই যারা এগুলোর বয়স জানাটা একটু জরুরি মনে করেন তার জন্যই এই পোস্ট । কারন যে বিক্রি করবে সে সঠিক তারিখ নাও বলতে পারে । তাই আজ থেকে যেনে নিন কিভাবে একটি কম্পিউটার এর বয়স বের করা যাই তবে যারা যানেন তাদের জন্য আজকের পোস্ট নই। জানলে ভালো না জানলে যেনে নিন ।তো কথা বাড়িয়ে লাভ নাই কাজের কথাই আশি ।
নিচের ধাপ গুলো পর্যায়ক্রমে অনুসরন করুন ঃ
১. প্রথমে স্টার্ট মেনু তে যান ।
২. সার্চ অপশন থেকে cmd টাইপ করুন এবং ফাইল টিকে run as administration হিসেবে চালু করুন অথবা cmd চালু করুন ।

৩. সেখানে টাইপ করুন নিচের কোডটি অর্থাৎ DEBUG টাইপ করে এন্টার দিন ।
৪. তারপর সেখানে টাইপ করুন DF000:FFF5 এবং এন্টার দিন ।
৫. তারপর দেখেন মজা আপনার কম্পিউটার এর বয়স বের হয়ে আসবে ।
তারপরেও যাদের বুঝতে সমস্যা তাদের কথা মাথাই রেখে নিচে স্ক্রীনশট সহ ছবি দেয়া হল আশা করি আর বুঝতে সমস্যা হবে না ।
স্ক্রীনশটঃ
step 011 500x292 কিভাবে আপনার কম্পিউটার এর বয়স জানবেন ।
step 021 500x292 কিভাবে আপনার কম্পিউটার এর বয়স জানবেন ।
step 031 500x292 কিভাবে আপনার কম্পিউটার এর বয়স জানবেন ।
step 041 500x292 কিভাবে আপনার কম্পিউটার এর বয়স জানবেন ।
কিভাবে আপনার কম্পিউটার এর বয়স জানবেন । রিভিউ করছেন Abdullah Al Mamun তে 7:56 AM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.