Top Ad unit 728 × 90

>
[]

পেনড্রাইভের Write Protection কে ঝেটিয়ে বিদায় করুন

অনেক সময় আমাদের ব্যাবহারকৃত পেন্ড্রাইভ Write Protected হয়ে যায় বা দেখায়। এমন অবস্থায় এতে না করা যায় কিছু কপি করা আর না করা যায় কিছু পেস্ট করা। Write Protection অবস্থায় পেন্ড্রাইভ ফ্ল্যাশ দেওয়া ও যায় না। এর থেকে আমরা খুব সহজেই মুক্তি পেতে পারি।
তো নিচের স্টেপগুলো ঠিকঠাক মতো ফলো করুন।আশা করি আজ থেকে আপনিও পারবেন আপনার পেন্ড্রাইভের Write Protection কে ঝেটিয়ে বিদায় করতে :D নিচের ছবিটা লক্ষ্য করুন। পেন্ড্রাইভ Write Protection এ থাকলে এমনই একটা বার্তা প্রদর্শন করে।


Sollution:

  • স্টার্ট মেন্যুতে যান >>Run আর ইনপুট ফিল্ডে লিখুন regedit এবং এন্টার প্রেস করুন।
  • এখন নিচের Path ফলো করুনঃ HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies
  • এখন WriteProtect এর উপর ডাবল ক্লিক করুন। Data Value এর মান 0 করে দিন।

এরপর Registry থেকে বের হয়ে কম্পিউটার রিস্টার্ট দিন। আপনার কাজ শেষ। এখন চেক করে দেখুন আপনি পেনড্রাইভের Write Protection কে পুরাই বিদায় করতে পেরেছেন। আর কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে লিখুন। ধন্যবাদ।
পেনড্রাইভের Write Protection কে ঝেটিয়ে বিদায় করুন রিভিউ করছেন Abdullah Al Mamun তে 8:48 AM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.