Top Ad unit 728 × 90

>
[]

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুন সহজেই। ( সাথে ভিডিও রিসুউম এবং ১০০% ফুল আইডিএম সাপোর্ট সহ )

আজ আমি যেটা দেখাবো সেটা অনেকেই হয়ত যানে। ইউটিউব থেকে কি ভাবে ভিডিও ডাউনলোড করা যায়। অনেকে বিভিন্নভাবে ডাউনলোড করে থাকে,তবে অনেক সময় দেখা যায় হাই রেজুলেশন ভিডিওর ক্ষেত্রে লিংক ৯০% হওয়ার পর ফেইল্ড হয়ে যায়, রিসুউম থাকে না ইত্যাদি।আমি আজ যে সাইট টার ঠিকানা দিব সেটা হয়ত অনেকে জানে যাদের জানা নেই তাদের জন্য অনেক উপকারে আসতে পারে। এই সাইটটির মাধ্যমে সহজেই ইউটিউব থেকে ভিডিও রিসুউম এবং ১০০% ফুল আইডিএম সাপোর্ট সহ ভিডিও ডাউনলোড করতে পারবেন। তাহলে দেখা যাক ডাউনলোড করার নিয়মটি।
প্রথমে ইউটিউব থেকে ভিডিওর লিংক কপি করুন।


তারপর এই সাইটটিতে ভিসিট করুন  http://www.clipconverter.cc/
এবং লিংকটি পেষ্ট করে কন্টিনিউতে কিল্ক করুন।

এখন ভিডিওর রেসুলেশন বাছাই করে স্টার্ট এ ক্লিক করুন।

ব্যাস কাজ শেষ এখন ডাউইনলোড এ ক্লিক করে ডাউনলোড শুরু করে দিন।
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুন সহজেই। ( সাথে ভিডিও রিসুউম এবং ১০০% ফুল আইডিএম সাপোর্ট সহ ) রিভিউ করছেন Abdullah Al Mamun তে 8:45 AM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.