চিকেন বারবন
প্রয়োজনীয় উপকরণ:
১ কেজি বোনলেস চিকেনের ব্রেস্ট পিস মাঝারি টুকরো করে কাটা, ১-২ টেবিল
চামচ অলিভ অয়েল, ১টি রসুনের কোয়া থেঁতো করে রাখা, সিকি চাচামচ আদা, এক
চাচামচ লাল মরিচের খোসা, সিকি কাপ আপেলের রস, পরিমাণ মতো বাদামী চিনি, ১
টেবিল চামচ ভিনিগার, আধ কাপ পানি, সামান্য সোয়া সস৷
প্রস্তুত প্রণালী:
ফ্রাইপ্যানে তেল গরম করুন৷ চিকেনের টুকরোগুলো তাতে দিয়ে ভাজতে থাকুন
যতক্ষণ না বাদামী রঙ ধরে৷ এবার চিকেনের টুকরোগুলো তুলে নিন৷ কড়ায় রসুন,
আদা, মরিচের খোসা, আপেলের রস, বাদামী চিনি, ভিনিগার ও সোয়াসস দিয়ে ভাল
করে কষতে থাকুন৷ এবার তাতে পানি দিয়ে দিন৷ পানি ফুটলে চিকেনের টুকরোগুলো
দিয়ে চিকেন সেদ্ধ করে নিন৷ এবার আঁচ কমিয়ে ২০ মিনিট রেখে দিন৷বারবন চিকেন
তৈরি, গরম ভাতে পরিবেশন করুন৷
চিকেন বারবন
রিভিউ করছেন Unknown
তে
6:53 AM
রেটিং:
No comments: