Top Ad unit 728 × 90

>
[]

android phone এর portable Wi-Fi hotspot

portable Wi-Fi hotspot চালু করলে আপনার মোবাইলের Wi-Fi থেকে অন্য Wi-Fi on  করে নেট চালু করা যাবে। অর্থাৎ  ধরুন আপনার মোবাইলে নেট প্যাক আছে কিন্তু আপনার বন্ধুর মোবাইলে নেট প্যাক নেই অথবা আপনার অন্য কোন wi-fi ডিভাইসে নেট প্যাক নেই। তখন portable wi-fi hotspot চালু করে সেগুলোতে অনায়াসে নেট চালাতে  পারবেন, কি দারুন না!
আমি এখানে আমার মোবাইলের screen shot  ব্যাবহার করেছি (Samsung music gt-s6012), সব phone এ মোটামুটি একই রকম থাকে, একটু এদিকওদিক হতে পারে।
প্রথমে মোবাইলের setting এ জান, সেখান থেকে portable hotspot বার করে সেটাকে অন করতে হবে। যেমন আমার মোবাইলে – প্রথমে setting- তারপর more setting- তারপর tethering and portable hotspot – এবার portable wi-fi hotspot  কে on করতেহবে, নিচে দেখুন।



এবার configure করতে হবে

এবার show password এ টিক করে ৮ টা characters এর password দিয়ে save করতে হবে

এবার portable Wi-Fi hotspot টি on করুন

দেখুন Wi-Fi টা নীল হয়ে দেখা যাচ্ছে। তার মানে আপনার portable Wi-Fi hotspot টি চালু হয়ে গেছে, এবার অন্য সেট এর Wi-Fi অন করে সার্চ করুন দেখুন আপনার Wi-Fi hotspot টা দেখাচ্ছে (যদি network SSID র নাম পরিবর্তন না করেন তবে AndroidAP দেখাবে) এবার password টা দিয়ে connect করে দেখুন............
android phone এর portable Wi-Fi hotspot রিভিউ করছেন Unknown তে 6:52 AM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.