ভেজিটেবল পাস্তা
- যেকোনো পাস্তা সিদ্ধ করা
- কর্ন ফ্লাওয়ার ১ চা চামুচ
- ১ চা চামুচ সয়া সস
- গাজর কুচি
- বরবটি
- পেয়াজ কুচি
- রসুন কুচি ৩ চা চামুচ
- আদা কুচি ১ চা চামুচ
- টমেটো কেচাপ ১ টেবিল চামুচ
- লবন স্বাদমত
- ধনিয়া পাতা মিহি কুচি অল্প
- অল্প অলিভ অয়েল
- অল্প গোল মরিচ গুড়া
প্রস্তুত প্রণালি:
- প্রথমে প্যান এ তেল দিয়ে তাতে রসুন আর আদা কুচি দিন।হালকা লাল হলে তাতে সয়া সস আর টমেটো কেচাপ দিন।এবার হাফ কাপ পানিতে ১ চা চামুচ কর্ন ফ্লাওয়ার দিয়ে গুলিয়ে এই পানিটা প্যান এ দিয়ে দিন।এবার এটা রান্না করুন আরো ৫ মিনিট ।
- দেখবেন পানি শুকিয়ে ঘন হয়ে যাচ্ছে।এবার সব সবজি গুলা দিন,সাথে সিদ্ধ নুডুলস আর স্বাদমত লবন।উপরে পেয়াজ কুচি ছড়িয়ে দিন।নুডুলস তা আমরা ড্রাই করব না এটা ভেজা ভেজা হবে তাই এটা এভাবে রান্না করুন আরো ১০ মিনিট।
- ঝোল ঝোল থাকা অবস্তাতে নামিয়ে উপরে গোলমরিচ গুড়া আর ধনিয়া পাতা দিয়ে নিন।
- আপনার ইচ্ছামত সবজি এটাতে ব্যবহার করতে পারেন ।তবে রসুন এর পরিমান তা একটু বেশি দিলে গন্ধ টা অনেক ভালো লাগে।
ভেজিটেবল পাস্তা
রিভিউ করছেন Unknown
তে
7:48 AM
রেটিং:
Post Comment
No comments: