Top Ad unit 728 × 90

>
[]

নিয়ে নিন MOA ভাইরাস সমাধান,১০০০% working

MOA ভাইরাস কি?সেটা বোধহয় ভালো করেই জানেন।বিশেষ করে যারা এর কবলে পরেসেন তারা বুজে গেছেন যে,
এটা আপনাকে কতটা জামেলায় ফেলতে পারে।এ ভাইরাস এমন ভাবে প্রগ্রামিং করা,এটি যদি আপনার পিসি তে একবার
ডুকতে পারে তবে আপনার পিসির অডিও/ভিডিও ফাইল গুলো চায়না কোন সেটে শো করবেনা,কিন্তু মেমোরি লোড দেখাবে।
যারা মেমোরি লোড এর বেবসা করেন তারা মনে হয় এই জামেলায় পরেসেন ।জাক আমি আজকে দেখাব কিবাবে এই ভাইরাস
আক্রমন করা ফাইল গুলো আপনি ঠিক করতে পারেন।
প্রথমে attrivuite changes 7 মাত্র 3mb সফটওয়্যার টি নিছের লিঙ্ক হতে ডাউনলোড করুন।
এটি xp/win7 এ চলবে।সরাসরি লিঙ্ক দিতে সমস্যা হচ্ছে,তাই সাইট এর লিঙ্ক দিলাম
ডাউনলোড
এবার সফটওয়্যার টি ইন্সতাল করুন।এবার আপনি আপনার পিসির কিছু অডিও/ভিডিও ফাইল সিলেক্ট করে মাউস এর
রাইট বাটন ছাপুন এরপর নিছের ছবির মত আসলে লাল মার্ক করা অপশন এ ক্লিক করুন


নিছের মত মত অপশন আসলে লাল মার্ক করা জায়গার ভিতর টিক গুলো উঠিয়ে দিন। এরপর ওকে দিন ।

এবার ফাইল গুলো আপনার চায়না সেটে শো করবে ।একটা কথা বলতে ভুলে গেসি সিলেক্ট করা ফাইল এর ভিতর জাতে কোন
ফোল্ডার সিলেক্ট না থাকে তাহলে টিক গুলো শো করবেনা।
নিয়ে নিন MOA ভাইরাস সমাধান,১০০০% working রিভিউ করছেন Unknown তে 12:00 PM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.