Top Ad unit 728 × 90

>
[]

আগ্নেয়াস্ত্র কেনা, লাইসেন্সের প্রয়োজন ও দরদাম



আগ্নেয়াস্ত্র কেনার শর্তাবলী

-বয়স ত্রিশ বছরের বেশি হতে হবে।  
-যারা বাৎসরিক ২ লাখ টাকা কর প্রদান করে থাকে তারাই একমাত্র -অস্ত্র কিনতে পারেন । 
-পেশার ক্ষেত্রে তেমন কোন বাধ্যবাধকতা নেই। 


আগ্নেয়াস্ত্র কেনা ও লাইসেন্সের প্রয়োজন

-নাগরিক সনদপত্র
-জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
-ট্যাক্স সার্টিফিকেটের ফটোকপি
-৬ কপি পাসপোর্ট সাইজের ছবি
-লাইসেন্স ফি ৩,০০০ টাকা।


শর্ত

-লাইসেন্সকৃত অস্ত্র আত্মরক্ষার জন্য ব্যবহার করা যায়। অন্য কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় না। কারন লাইসেন্সটা দেওয়া হয় শুধুমাত্র ব্যাক্তি তার নিরাপত্তার জন্য অস্ত্র ব্যবহার করতে পারে। 

-অস্ত্র বডিগার্ড ব্যবহার করলে অস্ত্র বডিগার্ড এর নামে লাইসেন্স থাকতে হবে। যদি মালিক কোন ক্ষেত্রে ব্যবহার করে তার নামেও লাইসেন্স থাকতে হবে। 

-অস্ত্র ক্রয়ের ক্রয়ের পর কোন কারনে অস্ত্র হারিয়ে গেলে সাথে সাথে থানায় জিডি করতে হয়।  

-অস্ত্রের কোন প্রকার ওয়ারেন্টি বা গ্যারান্টি নেই। 



লাইসেন্স নবায়ন

-এক বছর পর পর লাইসেন্স নবায়ন করতে হয়।
- জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করাতে হয়। -লাইসেন্স নবায়ন করতে কোন প্রকার ফি লাগে না।
- পুরাতন লাইসেন্স দেখিয়ে নতুন লাইসেন্স করতে হয়।



সার্ভিসিং ও পুরাতন অস্ত্র ক্রয়বিক্রয়

-এই দোকানে অস্ত্রের সার্ভিসিং করার ব্যবস্থা রয়েছে।

- সার্ভিসের ধরনের উপর নির্ভর করে খরচ নির্ধারন করা হয়ে থাকে।

-এখানে পুরাতন অস্ত্র কেনা-বেচার ব্যবস্থা রয়েছে। পুরাতন অস্ত্রের সার্বিক অবস্থার উপর নির্ভর করে দাম নির্ধারিত হয়ে থাকে।

-পুরাতন অস্ত্র কিনলেও লাইসেন্স করতে হয়।




অস্ত্রের নাম ও মূল্য

অস্ত্রের নাম বিবিরণ দেশ দাম (টাকা)
রিভলবার এন.পি.ডি ২.৫ ইতালীয় ৪৫,০০০/-
এয়ারগান এন. পি.ডি ৩৫ বেলজিয়াম ৩৬,০০০/-
বন্দুক এন. পি.ডি ২.২ ইংল্যান্ড ২৫,০০০/-
পিস্তল এন. পি.ডি ২২ জার্মানী ১,০০,০০০/-
গোলাবারুদ এন.পি.ডি ২২ জার্মানী ৪০,০০/-




বন্ধুকের অন্যান্য জিনিসের মূল্য

-এছাড়া অস্ত্রের জন্য ব্যবহৃত চামড়ার তৈরী বন্দুকের কভার ৩০০ টাকা, রিভলভারের কভার ৫০০ টাকা এবং পিস্তলের কভার ৮০০ টাকা।

-এখানে প্রাপ্ত পিস্তলের কার্তুজের দাম ২,৫০০ টাকা, রিভলভারের কার্তুজের দাম ৭০০ টাকা এবং বন্দুকের কার্তুজের দাম ৫০০ টাকা।


শোরুম

অবস্থান: পল্টন মোড় থেকে ১০ গজ পশ্চিম দিকে এগিয়ে এল.মল্লিক ভবনের ২য় তলায় বন্ধুকের শোরুমটি অবস্থিত।

ঠিকানা: ট্রপিকানা টাওয়ার, ৪৫ তোপখানা রোড, শাহবাগ, ঢাকা-১০০০।

ফোন নম্বর: ৭১৭১৭৭১-২

মোবাইল নম্বর: ০১৭১১-৫২৬৭৯৭



প্রধান কার্যালয়ের ঠিকানা

২৩/১১- বি, সি জি রোড, ব্লক# বি, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা- ১২০৭।

ফোন নম্বর: ৯১৩০৭০৩, ৯১৩৭৩৬৮

ই-মেইল: info@sislamarmsco.com

ওয়েব সাইট: http://www.swisstezgroup.com 



লাইসেন্সকৃত বন্ধুকের দোকান শফিকুল ইসলাম আর্মস এন্ড কোং। প্রধান কার্যালয় শ্যামলীতে হলেও শোরুম রয়েছে পল্টনে
আগ্নেয়াস্ত্র কেনা, লাইসেন্সের প্রয়োজন ও দরদাম রিভিউ করছেন Unknown তে 12:59 PM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.