পান্না কোট্টা
প্রয়োজনীয় উপকরণ:
- ঘন দুধ / হেভি ক্রিম ২৫০মিলি
- কুকিং চকলেট ১ কাপ অথবা ইচ্ছে মতো
- চিনি ৪ চা চামচ বা আপনার স্বাদ অনুযায়ী
- জেলাটিন ১/২ চা চামচের একটু বেশি
-
পানি দেড় টেবিলচামচ
প্রস্তুত প্রণালী:
- একটি ছোট পাত্রে পানি নিয়ে জিলেটিন দিয়ে দিতে হবে .( নাড়ার প্রয়োজন নেই)।
- একটি প্যানে দুধ গরম করে চকলেট গলিয়ে নিতে হবে।
- সব চকলেট গলে গেলে জিলেটিন দিয়ে কিছুক্ষণ নেড়ে ছোট মোল্ডে ঢেলে ঠান্ডা করতে দিতে হবে। অর্থাৎ ফ্রিজে রেখে দিন।
- ৩-৪ ঘন্টা পরে সার্ভিং প্লেটে ঢেলে পরিবেশন করুন ক্রিম ও চকলেট সসের সাথে।
পান্না কোট্টা
রিভিউ করছেন Unknown
তে
1:05 PM
রেটিং:
Post Comment
No comments: