পুদিনা পাতায় কফ-কাশি দূর
১) কফ-কাশি দূর করতে এক্সপেক্টোরেন্ট জাতীয় ওষুধ খেলে ঘুম ঘুম ভাব হয়।
তাই এর বিকল্প হিসেবে আপনি পুদিনা পাতার সাহায্য নিতে পারেন। গরম পানিতে
সামান্য পরিমাণ পুদিনা পাতা সেদ্ধ করে পান করুন।
২) পুদিনা পাতা এক্সপেক্টোরেন্টের কাজ করবে। বোনাস হিসেবে আপনি পেতে
পারেন আরো একটি বড় ধরনের উপকার। আর তা হলো পুদিনা পাতা আপনার উচ্চ
রক্তচাপ কমাতে সাহায্য করবে।
৩) জ্বর তাপ, অসুখে ভোগে মুখের স্বাদ কমে গেলে স্বাদ বাড়াতে সাহায্য করবে পুদিনা পাতা সেদ্ধ করা হালকা গরম পানি।
৪) বর্তমানে অধিকাংশ চা দোকানে রং চায়ের সাথে পুদিনা পাতা ব্যবহার করে
থাকে। যা আপনার একদম হাতের লাগালে বলেই অতি দ্রুত কফ কাশি সেরে যাবে, আর
আপনি পাবেন সতেজ আমেজ।
Source: Online Dhaka Guide
পুদিনা পাতায় কফ-কাশি দূর
রিভিউ করছেন Unknown
তে
6:41 PM
রেটিং:
Post Comment
No comments: