Top Ad unit 728 × 90

>
[]

অফলাইন ম্যাপ


undefinedগুগল ম্যাপ অনেকেই দেখেছেন এবং ব্যবহার করেছেন। যেকোনো এন্ড্রয়েড ফোনেও এই গুগল ম্যাপ দেখা যায়। কিন্তু সমস্যা হল, এই ম্যাপ দেখতে এবং কোন জায়গা/এলাকা মার্ক করে রাখতে ফোনে ওয়াই-ফাই বা মোবাইল ইন্টারনেট সংযোগ দরকার হয়। তাই, এই অফলাইন ম্যাপ আপনাকে দিবে কিছুটা বাড়তি সুবিধা। অফলাইন মুডে আপনি পৃথিবীর যেকোনো স্থান দেখতে পারবেন এবং মার্ক করে রাখতে পারবেন। এর অন্যান্য ফিচারগুলো হলঃ সব দেশের এবং শহরের ম্যাপ, অনেক ফাস্ট, ম্যাপ রোটেশন ও অটো ফলো মুড, জিপিএস পজিশনিং, অফ্লাইন সার্চ, বুকমার্ক, ইমপোর্ট/ এক্সপোর্ট বুকমার্ক, পারফেক্ট নেভিগেশন সহ আরও অনেক সুবিধা। নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করুন এপ্লিকেশনটি।

অফলাইন ম্যাপ রিভিউ করছেন Unknown তে 7:46 PM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.