Top Ad unit 728 × 90

>
[]

যাদের সাথে প্রেমের কথা শেয়ার না করাই ভালো

আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে এটাই স্বাভাবিক। তেমনিভাবে প্রেম-ভালোবাসার ক্ষেত্রেও অনেকটা সেরকম। বিশেষ করে বন্ধুবান্ধব ও সহকর্মীদের কাছেই এই বিষয়টি সবার আগে ধরা পড়ে। তবে নিজে থেকেই যেচে গিয়ে কিছু মানুষকে এই বিষয়ে না বলাই ভালো। যেমন –
সাবেক প্রেমিক/প্রেমিকা:
নিজে তো আপনাকে ছেড়ে গেছে, তার উপরে আপনি কারো সাথে নতুন করে কোনো সম্পর্কে জড়ান অনেকেই এরকমটি চান না। তাই তাদের কাছে এই বিষয়টি নিয়ে আলোচনা না করাই ভালো। তারা এরকম কোনো বিষয়ে জানতে চাইলে কৌশলে তাদের কাছে এই বিষয়টি আড়াল করতে পারেন। অনেকক্ষেত্রে কৌশলে এরা আপনার বর্তমান প্রেম সম্পর্কে জানতে চাইবে। তাই এই সময় আবেগ দিয়ে নয়, বাস্তবতার চোখ দিয়ে পরিস্থিতি মোকাবেলা করত হবে।  
প্রেমে ব্যর্থ এমন বন্ধু:
আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা নিজে যেটি পায় না অন্যকে সেটি পেতে দিতে চায় না। প্রেম-ভালোবাসার ক্ষেত্রে কেউ যদি প্রেমে ব্যর্থ হয় তাহলে সে চায়না অন্য কেউ প্রেমে সফল হোক। তাই আপনার যদি এরকম কোনো বন্ধু থাকে তাদের কাছে আপনার প্রেমের বিষয়ে না বলাই ভালো। কারণ তাদের নিজের জীবনের অভিজ্ঞতার বর্ণনা করে আপনাকেও এই বিষয়ে নিরুৎসাহিত করতে পারে। কেননা নতুন প্রেমিক/প্রেমিকাদের মধ্যে অন্যের পরামর্শ অনেকটা প্রভাব বিস্তার করে।
অফিস সহকর্মী:
যারা চাকরিজীবী তাদের দিনের বেশিরভাগ সময়ই অফিসে কাটাতে হয়। অফিসে কাজের ফাঁকে সহকর্মীদের সাথে বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয়। বিশেষ করে প্রেম-ভালোবাসার বিষয়ে জানার আগ্রহ সবার মধ্যেই বেশি থাকে। আপনি হয়তোবা আগ্রহের বশে আপনার সহর্কমীকে আপনার প্রেমের বিষয়টি বললেন, কিন্তু সে যখন পুরো অফিসময় ছড়িয়ে দেবে তখন কিন্তু অফিসে আপনার অবস্থাটা করুণ হয়ে দাঁড়াবে। তাই অফিসের মধ্যে এসব বিষয়ে কথা না বলাই ভালো।
অভিভাবক:
সব সন্তানই চান তার বাবা-মা তার বন্ধুর মতো হউক। কিন্তু এক্ষেত্রে সবার চাওয়া পূরণ হয় না। কারো কারো ক্ষেত্রে দেখা যায় মা যতটা বন্ধুত্বপূর্ণ বাবা ততটাই কঠিন। আবার কারো কারো ক্ষেত্রে বাবা যতটা বন্ধুত্বপূর্ণ মা ততটা নন। তাই যাদের বাবা অথবা বাবা একটু বেশি শাসন করেন তাদের কাছে প্রেমের সম্পর্কের কথা না বলাই ভালো।  বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এসব বাবা-মায়েরা প্রেমের সম্পর্ককে খুব খারাপ চোখে দেখে। তারা যে করেই হোক মেয়েকে এই প্রেমের সম্পর্ক থেকে ফেরাবেনই। তাই তাদের কাছেও এই বিষয়টা নিয়ে আলোচনা না করাই ভালো।
যাদের সাথে প্রেমের কথা শেয়ার না করাই ভালো রিভিউ করছেন Unknown তে 10:46 PM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.