hKM Player থেকে পুরোপুরিভাবে KMP Box রিমুভ করুন আর ঝামেলাহীনভাবে ভিডিও দেখুন
KM Player একটি বহুল ব্যবহৃত মিডিয়া প্লেয়ার। এই প্লেয়ারের নতুন
সংস্করণে KMP Box নামে একটি অপশন যুক্ত করা হয়েছে যা আমাদের ইন্টারনেট ডাটা
ব্যবহার করে বিজ্ঞাপণসহ নানারকম ভিডিও প্রদর্শণ করে।
প্লেয়ার ওপেন করার সাথে সাথে এই অপশনটি চালু হয়ে যায় এবং আমাদের মূল্যবান ডাটা ইউজ করে।
অনেকেই এটি ব্যবহার করেন আবার অনেক ইউজারই এটিকে ঝামেলা হিসেবে দেখেন।

প্লেয়ারটিতে KM Box সাময়িকভাবে বন্ধ কিংবা চালু করার অপশন রাখা হলেও পুরোপুরিভাবে বন্ধ রাখার কোনো অপশন রাখা হয়নি।
কিন্তু ছোট্ট একটি পদ্ধতি অনুসরণ করে এটিকে পুরোপুরি বন্ধ করা যায়।
আসুন দেখি কিভাবে প্লেয়ারটি থেকে KMP Box পুরোপুরিভাবে রিমুভ করবেন...
Youtube Link : https://www.youtube.com/watch?v=dODhSvQEWZI&feature=youtu.be
এভাবে আপনি যেকোনো লিঙ্ক আপনি ব্লক করতে পারেন।
ধন্যবাদ।
প্লেয়ার ওপেন করার সাথে সাথে এই অপশনটি চালু হয়ে যায় এবং আমাদের মূল্যবান ডাটা ইউজ করে।
অনেকেই এটি ব্যবহার করেন আবার অনেক ইউজারই এটিকে ঝামেলা হিসেবে দেখেন।
প্লেয়ারটিতে KM Box সাময়িকভাবে বন্ধ কিংবা চালু করার অপশন রাখা হলেও পুরোপুরিভাবে বন্ধ রাখার কোনো অপশন রাখা হয়নি।
কিন্তু ছোট্ট একটি পদ্ধতি অনুসরণ করে এটিকে পুরোপুরি বন্ধ করা যায়।
আসুন দেখি কিভাবে প্লেয়ারটি থেকে KMP Box পুরোপুরিভাবে রিমুভ করবেন...
- প্রথমে Internet Explorer ওপেন করুন
- Settings এ ক্লিক করুন
- Internet Options এ ক্লিক করুন
- নতুন Window থেকে Security তে ক্লিক করুন
- এবার Restricted Sites এ ক্লিক করুন এবং এর পরে Sites এ ক্লিক করুন
- নিচে একটি ফাঁকা বক্স দেখতে পাবেন
- সেখানে player.kmpmedia.net প্রবেশ করুন।
- এবার Add বাটনে ক্লিক করে আপনার কাজ শেষ করুন
- সকল Window ক্লোজ করে এবার KMPlayer ওপেন করুন, লক্ষ্য করুন এবার আর KM BOX আসছে না।
Youtube Link : https://www.youtube.com/watch?v=dODhSvQEWZI&feature=youtu.be
এভাবে আপনি যেকোনো লিঙ্ক আপনি ব্লক করতে পারেন।
ধন্যবাদ।
hKM Player থেকে পুরোপুরিভাবে KMP Box রিমুভ করুন আর ঝামেলাহীনভাবে ভিডিও দেখুন
রিভিউ করছেন Unknown
তে
3:23 PM
রেটিং:
Post Comment
No comments: