Top Ad unit 728 × 90

>
[]

সাশ্রয়ী মুল্যে Low Profile Graphics Card ব্যবহার, গেমস ও ভিডিও এডিটের কাজ করুন সহজেই

আসস্লামু আলাইকুম
আশা করি সকলেই ভাল আছেন । আজ Low Profile গ্রাফিক্স কার্ড নিয়ে কিছু কথা শেয়ার করব । অনেকেই আছেন যারা মোটামুটি অনেক পুরনো PC ব্যবহার করেন, যার ফলে নতুন গেমস ও Adobe After Effect,  ৩ ডি Max এর মত গ্রফিক্স ব্যবহ্রিত সফটওয়্যার নিয়ে কাজ করার ইচ্ছা থাকলেও গ্রাফিক্স কার্ড না থাকার কারনে করতে পারসেন না , mother board এ PCIE 3.0 port না থাকায় নতুন গ্রাফিক্স কার্ড কিনতে পারছেন না  ।  অথছ ২০০৫-২০০৭ এর মধ্যে যে সকল গেমস আসেছে সেগুলো অন বোর্ড গ্রফিক্সে খেলা গেলেও নতুন গেমস গুলো গ্রফিক্স ছাড়া খেলা একেবারেই অসম্ভব ।
এই টিউনের মুল উদ্দেস্য এটি । আশা করি অনেকের কাজে আসবে । :lol:
এবার প্রথম কথায় আসি , Low Profile গ্রাফিক্স কার্ড কি?
Low Profile Graphics Card হচ্ছে ছোট সাইজের ভিডিও কার্ড যা সাধারন সাইজের ভিডিও কার্ডের মতই একই টেকনোলোজি দারা তৈরি । এই কার্ড গুলো কম dimension এর ভিডিও আউটপুট করে থাকে ।
যারা ১৫" বা ১৭" মনিটর ব্যবহার করেন তাদের জন্য এর কোন তুলনা হয় না । যাদের অনেক আগের motherboard ব্যবহার করেন যেমন ইন্টেল এর DG31 pr sires  তাদের AGP অথবা PCIE 1.0/ 2.0 x16 স্লট আছে যেখানে নতুন PCIE 3.0 স্লটের গ্রাফিক্স কার্ড ব্যবহার করা যায় না তাদের জন্যও Low Profile কার্ড বেস্ট


AMD

1.  Radeon HD 5450  (রেডিওন এইচডি ৫৪৫০)

  • ৮০০ মেগাহার্টজ ক্লক স্পিড
  • GDDR ৩ মেমোরি
  • ডিরেক্ট এক্স ১১
  • রেম ১ জিবি
  • ১২৮ বিট রেনডারিং
  • PCIE ২.০ x ১৬ স্লট
  • পোর্ট  ১ টি ডিভিয়াই   ১ টি ভিজিএ ও ১ টি এইচডিএমআই
এই কার্ডটির বৈশিষ্ট্য হল এর কোন কুলিং ফ্যান নেই । খুব কম কারেন্ট খরচ করায় কার্ড গরম হয় সামান্য । অপেক্ষাকৃত কম রেজোল্যুশনের গেমস ভালভাবে চলবে ও 'Farcri 3' এবং 'Crisis 3'  low configure এ খেলা যাবে  । আর প্রায় সকল এডিটের কাজ করা যাবে কোনরকম ল্যাক ছারাই । তবে প্রসেসর স্পিড ভালো আবস্যক।
2. Radeon HD 5670  (রেডিওন এইচডি ৫৬৭০)

  • ৭৭৫ মেগাহার্টজ ক্লক স্পিড
  • GDDR ৫ মেমোরি
  • র‍্যাম ৫১২ মেগাবাইট এবং ১ গিবি
  • ১২৮ বিট মেমরি বাস
  • ডিরেক্ট এক্স ১১
  • PCIE ২.০ x ১৬ স্লট
  • পোর্ট
3. Radeon HD 6570  (রেডিওন এইচডি ৬৫৭০)

  • ৯০০ মেগাহার্টজ ক্লক স্পিড
  • GDDR ৩ / ৫ মেমরি
  • র‍্যাম ৫১২মেগা, ১জিবি, ২জিবি
  • ১২৮ বিট মেমরি বাস
  • PCIE ২.০ x ১৬ স্লট
  • ডিরেক্ট এক্স ১১
  • পোর্ট ১ টি ডিভিয়াই, ১ টি ভিজিএ ও ১ টি এইচডিএমআই
4. Radeon HD 6670 (রেডিওন এইচডি ৬৬৭০)

  • ৮০০ মেগাহার্টজ ক্লক স্পিড
  • GDDR ৩ / ৫ মেমরি
  • র‍্যাম ৫১২মেগা, ১জিবি
  • ১২৮ বিট মেমরি বাস
  • PCIE ২.০ x ১৬ স্লট
  • ডিরেক্ট এক্স ১১
  • পোর্ট ১ টি ডিভিয়াই, ১ টি ভিজিএ ও ১ টি এইচডিএমআই
5. Radeon HD 6750 (রেডিওন এইচডি ৬৭৫০)

  • ৭০০ মেগাহার্টজ ক্লক স্পিড
  • GDDR  ৫ মেমরি
  • র‍্যাম  ১জিবি
  • ১২৮ বিট মেমরি বাস
  • PCIE ২.০ x ১৬ স্লট
  • ডিরেক্ট এক্স ১১
  • পোর্ট ১ টি ডিভিয়াই, ১ টি ভিজিএ ও ১ টি এইচডিএমআই
এটা ৮৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয় তাই অবশ্যই এক্সট্রা ফ্যান ইউজ করতে হবে ।
6. Radeon HD 7750 ( রেডিওন এইচডি ৭৭৫০)

  • ৮০০ মেগাহার্টজ ক্লক স্পিড
  • GDDR  ৫ মেমরি
  • র‍্যাম  ১জিবি
  • ১২৮ বিট মেমরি বাস
  • PCIE ২.০ x ১৬ স্লট
  • ডিরেক্ট এক্স ১১
  • পোর্ট ১ টি ডিভিয়াই ও ১ টি এইচডিএমআই
  • ভিডিও মেমোরি ৪৫০০ মেগা হার্টজ পর্যন্ত সাপোর্ট করবে ।
  • প্রায় সকল গেমস খেলা যাবে ।

Nvidia

Nvidia GTS 250  (এনভিডিয়া জিটিএস ২৫০)

জিপিএউ - ৭৩৮ Mhz
টেক্সচার ফিল রেট - ৪৭.২
মেমোরি - GDDR ৫
মেমোরি বাস - ২৫৬ বিট
সাপোর্ট - এসএলআই , কুডা , ৩ডি ভিসন
পোর্ট - ২ টি ডিভিয়াই
র‍্যাম - ১ জিবি
 স্লট - PCIE ২.০ x ১৬
Nvidia GTS 440  (এনভিডিয়া জিটিএস ৪৪০)

জিপিএউ - ৮১০ Mhz
টেক্সচার ফিল রেট - ১৩
মেমোরি - GDDR ৫/ ৩
মেমোরি বাস - ১২৮ বিট
সাপোর্ট - এসএলআই , কুডা , ৩ডি ভিসন
পোর্ট - ১ টি ভিজিএ , ১ টি ডিভিয়াই , ১ টি এইচডিএমাই
র‍্যাম -৫১২ মেগা ও  ১ জিবি
স্লট - PCIE ২.০ x ১৬
Nvidia GTS 450  (এনভিডিয়া জিটিএস ৪৫০)

জিপিএউ - ৭৮৩ Mhz
টেক্সচার ফিল রেট - ২৫.১
মেমোরি - GDDR ৫
মেমোরি বাস - ১২৮ বিট
সাপোর্ট - এসএলআই , কুডা , ৩ডি ভিসন
পোর্ট - ২ টি ডিভিয়াই ও ১ টি এইচডিএমাই
র‍্যাম - ১ জিবি
স্লট - PCIE ২.০ x ১৬
Nvidia GTS 640  (এনভিডিয়া জিটিএস ৬৪০)

জিপিএউ - ৩৮৪/১৪৪ Mhz
টেক্সচার ফিল রেট - ১৭/২৭
মেমোরি - GDDR ৫/৩
মেমোরি বাস - ১২৮/১৮৩ বিট
সাপোর্ট - এসএলআই , কুডা , ৩ডি ভিসন
পোর্ট - ১ টি ডিভিয়াই  ১ টি এইচডিএমাই ও ১ টি ভিজিএ
র‍্যাম - ১ জিবি
স্লট - PCIE ২.০ x ১৬ / PCIE ৩.০ x ১৬
গেমস খেলার ব্যাপারে AMD কার্ড যেমন বেস্ট ঠিক তেমনি Nvidia গ্রাফিক্যাল কাজ ও এডিটিং এর জন্য তুলনাহিন । তাই ঠিক কোন কাজে ব্যবহার করা হবে তা ভেবেচিন্তে কার্ড কিনুন  যার ফলে অনেক দিন নিশ্চিন্ত থাকা যাবে ।
গ্রাফিক্স কার্ড প্রধানত AMD ও Nvidia বানালেও এই প্রোডাক্ট গুলো কিছু ব্রান্ড বিক্রি করে থাকে যেমনঃ ASUS, Shapphire, Gigabit, XFX, EVGA ইত্যাদি । আর তাদের পন্যের দাম গুলোর তফাথ অনেক তাই নির্দিষ্ট করে কোন কার্ডের দাম লিখতে পারলাম না । তবে ২৫০০ টাকা থেকে ৭০০০ টাকার মধ্যে উপরুক্ত কার্ড গুলি কিনতে পারবেন ।
সাশ্রয়ী মুল্যে Low Profile Graphics Card ব্যবহার, গেমস ও ভিডিও এডিটের কাজ করুন সহজেই রিভিউ করছেন Unknown তে 10:48 PM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.