ছোঁয়াচে রোগ খোস পাঁচড়া
অত্যন্ত
ছোঁয়াচে একটি রোগের নাম স্ক্যাবিস বা খোস পাঁচড়া, যা ‘সারকপটিস স্ক্যাবি’
নামক ক্ষুদ্র মাইট দ্বারা হয়। মাইট উকুনের মতো ছোট জীবাণু।
কিভাবে ছড়ায়যেহেতু রোগটি ছোঁয়াচে, সেহেতু খুব সহজেই পরিবারের অন্য সদস্যরা আক্রান্ত হয়। সাধারণত একই বিছানায় শোয়া বা ঘনিষ্ঠ সাহচর্যে থাকলে, একই কাপড়-চোপড় ব্যবহার করলে রোগটি ছড়িয়ে পড়ে। ঘনিষ্ঠ সাহচর্যে থাকার ফলে মাইট আক্রান্ত ব্যক্তির শরীর থেকে অন্যদের শরীরে ছড়িয়ে পড়ে আবার আক্রান্ত ব্যক্তির কাপড়-চোপড় ব্যবহারের মাধ্যমেও রোগ ছড়িয়ে পড়ে। কারণ মাইট শরীরের বাইরে অর্থাৎ কাপড়-চোপড়, কাঁথা-বালিশ, আসবাবপত্রে ২-৩ দিন বেঁচে থাকতে পারে।
রোগ চেনা যায় যেভাবে
ত্বকের ওপর সোজা অথবা কালো সুতার মতো ছোট ছোট রেখা দেখতে পাওয়া যায়। এ রেখার শেষভাগে ছোট দানা অথবা পানিযুক্ত ছোট দানা থাকে। এ দানাগুলোই মাইটদের আবাসস্থল। এখানেই এরা ডিম পাড়ে।
উপসর্গ
এ রোগের বিশেষ এবং প্রধান উপসর্গ হলো সারা শরীর চুলকানো। এ চুলকানি বিশেষত রাতের বেলায় বেশি হয়। রাতের বেলা বিছানার গরমের জন্য মাইটগুলো চামড়ার নিচে চলাচল করতে শুরু করে, ফলে রাতের বেলা বেশি চুলকানি অনুভূত হয়। চুলকানোর ফলে নখের আঁচড়ে চামড়া উঠে যায়। এ জন্য শরীরে আঁচড়ের দাগও পাওয়া যায়।
আক্রান্ত স্থান
আক্রান্ত স্থানে দানা দেখা যায়। স্থানগুলো হলো- হাতের আঙুলের ফাঁকে, কবজিতে, কনুই ও কনুইয়ের সম্মুখ ভাগে, নাভি, তলপেট এবং দুই পায়ের মাঝে ও শরীরের ভাঁজগুলোতে। তা ছাড়া হাত ও পায়ের তলায়, মাথায়, ঘাড় ও গালেও দেখা যায়।
জটিলতা
সময়মতো চিকিৎসা না করালে চামড়া ও কিডনির নানা সমস্যা দেখা দেয়। যেমন- ‘একজিমাটাইজেশন’ অর্থাৎ চামড়া কালো ও পুরু হয়ে যায়। পানিযুক্ত ছোট দানাগুলো বিভিন্ন ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হয়ে ক্ষতের সৃষ্টি করে। তা ছাড়া ত্বকে অনেকদিন ধরে ইনফেকশনের কারণে কিডনির মারাত্মক জটিলতা দেখা দেয়।
প্রতিকার
পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ও আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ পরিহার করা।
আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করতে হবে। আক্রান্ত ব্যক্তির সঙ্গে পরিবারের অন্যান্য সদস্য যারা একই বিছানা, তোয়ালে ও কাপড়-চোপড় ব্যবহার করে, ঘনিষ্ঠ সাহচর্যে থাকে, তাদের রোগের উপসর্গ থাকুক বা না থাকুক তাদেরও চিকিৎসা করতে হবে।
চিকিৎসা
খোস পাঁচড়ার জন্য নির্দিষ্ট ওষুধ যেমন বেনজাইল বেনজয়েট, পারমিথ্রিন, টেটমোসল ইত্যাদি রয়েছে, যা নির্দিষ্ট নিয়মে ব্যবহার করলে খোস পাঁচড়া সেরে যায়। ওষুধ ব্যবহারের পাশাপাশি কাপড়-চোপড় সিদ্ধ করে কাচতে হবে এবং বিছানা তোশক রোদে দিতে হবে।
ছোঁয়াচে রোগ খোস পাঁচড়া
রিভিউ করছেন Unknown
তে
8:22 AM
রেটিং:
No comments: