সফটওয়্যার ছাড়াই পিসির ইউএসবি বন্ধ
কোন সফটওয়্যার ছাড়াই পিসির ইউএসবি বন্ধ করার প্রক্রিয়া সমূহ নিচে দেয়া হল-
১) প্রথমে আপনার পিসির রান কমান্ড এ লিখুন regedit.২) regedit লিখে এন্টার দিলে নতুন একটা উইন্ডো আসবে। সেখান থেকে HKEY_LOCAL_MACHINE সিলেক্ট করুন।
৩) এরপর SYSTEM অপশন সিলেক্ট করুন।
৪) SYSTEM অপশনের নতুন উইন্ডো থেকে সিলেক্ট করুন CURRENT CONTROL SET.
৫) এরপর SERVICES সিলেক্ট করুন।
৬) SERVICES সিলেক্ট করুন করার পর USB TOR অপশন আসবে। USB TOR সিলেক্ট করুন।
৭) এবার এখানে START নামে অপশন থাকবে। আপনি যদি ইউএসবি অফফ করতে চান তাইলে start এ ডবল ক্লিক করে ৩ কে ৪ করে দিন তাহলে ইউএসবি অফ হবে আর অন করতে চাইলে ৪ কে ৩ করে দিন
সফটওয়্যার ছাড়াই পিসির ইউএসবি বন্ধ
রিভিউ করছেন Unknown
তে
9:32 AM
রেটিং:
No comments: