Top Ad unit 728 × 90

>
[]

সফটওয়্যার ছাড়াই পিসির ইউএসবি বন্ধ

পিসির ইউএসবি হল এমন একটি ইনপুট মিডিয়া যার মাধ্যমে আমারা পিসিতে অনেক প্রয়োজনেই ডিভাইস ব্যবহার করে থাকি। ইউএসবি একটি দরকারি মিডিয়া কারন এখন সব রকম কম্পিউটার সকল আনুসাংগিক জিনিস ইউএসবি মিডিয়াদারা তৈরি হচ্ছে । ইউএসবি যেমন দরকারি জিনিস তেমনি ক্ষতিকর একটি মিডিয়া হয়ে দাড়ায় যখন আপানার পিসির ইউএসবি মিডিয়া দিয়ে কেউ আপনার পিসিকে হ্যাক বা ক্ষতি করার চেষ্টা করবে। তাই আপনি ইচ্ছা করলে আপনার পিসির ইউএসবি বন্ধ রাখতে পারেন। প্রয়োজনের সময় নিজেই ইউএসবি অ্যাক্টিভ করে কাজ করতে পারবেন।

 
কোন সফটওয়্যার ছাড়াই পিসির ইউএসবি বন্ধ করার প্রক্রিয়া সমূহ নিচে দেয়া হল-
১) প্রথমে আপনার পিসির রান কমান্ড এ লিখুন regedit.
২) regedit লিখে এন্টার দিলে নতুন একটা উইন্ডো আসবে। সেখান থেকে HKEY_LOCAL_MACHINE সিলেক্ট করুন।
৩) এরপর SYSTEM অপশন সিলেক্ট করুন।
৪) SYSTEM অপশনের নতুন উইন্ডো থেকে সিলেক্ট করুন CURRENT CONTROL SET.
৫) এরপর SERVICES সিলেক্ট করুন।
৬) SERVICES সিলেক্ট করুন করার পর USB TOR অপশন আসবে। USB TOR সিলেক্ট করুন।
৭) এবার এখানে START নামে অপশন থাকবে। আপনি যদি ইউএসবি অফফ করতে চান তাইলে start এ ডবল ক্লিক করে ৩ কে ৪ করে দিন তাহলে ইউএসবি অফ হবে আর অন করতে চাইলে ৪ কে ৩ করে দিন
সফটওয়্যার ছাড়াই পিসির ইউএসবি বন্ধ রিভিউ করছেন Unknown তে 9:32 AM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.