Top Ad unit 728 × 90

>
[]

স্পাইসি চিকেন


প্রয়োজনীয় উপকরণ:
  • ২টি চিকেন
  • ১৫০ গ্রাম ভিনেগার,
  • ১৫০ মিলি তেল
  • ৮ কোয়া রসুন
  • ২ চাচামচ গরম মশলা
  • ৮টি কাঁচামরিচ
  • এক ইঞ্চি আদার টুকরো
  • ৪টি বড় মাপের পেঁয়াজ স্লাইস করে কাটা
  • ১ চাচামচ হলুদ
  • ২ চাচামচ ধনেগুঁড়ো
  • ২ চাচামচ মরিচগুঁড়ো
  • স্বাদমতো লবন
 
প্রস্তুত প্রণালী:
আদা রসুন কাঁচামরিচ একসঙ্গে বেটে নিন৷ গরম মশলা, হলুদ, ধরে, মরিচগুঁড়ো একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন৷ এবার কড়াইতে তেল দিন৷ পেঁয়াজকুচি তেলে দিয়ে বাদামী করে ভেজে নিন৷ এবার এতে মশলার পেস্ট দিয়ে ভাজতে থাকুন যাতে তেল আলাদা হয়ে যায়৷ এবার চিকেন দিয়ে ভাজতে থাকুন৷ যাতে সমস্ত পানি শুকিয়ে যায়৷ এবার গরম পানি, ভিনিগার ও লবণ দিয়ে আধ ঘন্টা কষিয়ে নিন৷ প্লেটে ঢেলে ইচ্ছেমতো গার্নিশ করে গরম গরম পরিবেশন করুন৷
স্পাইসি চিকেন রিভিউ করছেন Unknown তে 8:17 AM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.