Top Ad unit 728 × 90

>
[]

আপনার সফটওয়্যার ছাড়াই সহজে ফেসবুক ভিডিও ডাউনলোড ট্রিক্স

শুধু ইউটিউবে নয়, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও দেখা যায় ভিডিও। নিউজ ফিডে চক্কর দিতে মাঝে মাঝেই চোখে পড়ে কিছু ভিডিও। মন চায় ডাউনলোড করতে। কারণ অনলাইনেই ভিডিও দেখার স্পিড আমাদের কপালে নেই।  আজ দেখাবো ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার পদ্ধতি। ফেসবুক ও ইউটিউব দুই প্লাটফর্মের ভিডিওই ডাউনলোড করার দু ধরনের পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হলো কোন সফটওয়্যার বা টুলসের মাধ্যমে। আর দ্বিতীয় পদ্ধতি হলো ম্যানুয়ালি কিছু ট্রিকস আছে। আজ শেয়ার করছি ফেসবুকের ভিডিও ডাউনলোডের ম্যানুয়াল ট্রিকস। অর্থাৎ সফটওয়্যার বা টুলসের সাহায্য ছাড়াই দেখাবো কিভাবে আপনার পিসিতে ডাউনলোড করবেন ফেসবুক ভিডিও। নিচের ধাপগুলো অনুসরণ করে ডাউনলোড করতে পারেন ফেসবুক ভিডিও খুব সহজেই।

  • প্রথমে যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেটিতে ক্লিক করুন।
  • ভিডিওর উপর মাউসের ডান বাটন ক্লিক করে Copy Link Address অপশনটি ক্লিক করুন।
  • এবার কপি করা লিংকটি ব্রাউজারের অ্যাড্রেস বারে পেস্ট করুন। দাড়ান! আগেই এন্টার করে ভিজিট করবেন না। লিংকটা দেখতে অনেকটা এরকম হবেঃ https://www.facebook.com/video/video.php?v=234997766607194
  • এখন লিংকটাতে  www এর পরিবর্তে m লিখুন। উপরের লিংকটার www পরিবর্তনের পরে দেখতে এমনটা হবেঃ https://m.facebook.com/video/video.php?v=234997766607194
  • এবার পরিবর্তিত লিংকটাতে ঢুকুন। দেখবেন ভিডিওটি মোবাইল ভার্সন আকারে বের হবে। আগের মতো এবারো ভিডিওর ডান পাশে মাউসের ডান বাটন ক্লিক করে Save Video As অপশন ক্লিক করুন।
  • ব্যাস, এবার যথারিতি নিয়মে ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে যাবে।
আপনার সফটওয়্যার ছাড়াই সহজে ফেসবুক ভিডিও ডাউনলোড ট্রিক্স রিভিউ করছেন Unknown তে 9:07 AM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.