Top Ad unit 728 × 90

>
[]

একটি ভৌতিক বাড়ি-৩

“Borley Rectory” কে ইংল্যান্ড এরসবচেয়ে ভূতুড়েস্থান হিসাবে বিবেচনা করা হয় । London থেকে ৪৫ মিনিট সময় লাগে যেতে। অনেকেরমতে এটা পৃথিবীর জানা ভৌতিক স্থান গুলোর মধ্যে একেবারে শীর্ষে । এখানের ভৌতিক কার্যকলাপ খুব স্পষ্টই বুঝাযায়। রোমাঞ্চ প্রিয় দর্শনার্থীরা কিছু না কিছু অশরীরী অস্তিত্ব খুব ভালোই আঁচ করেন এখানে ।বিশ্ববিখ্যাত সাইকিক মিডিয়াম ও বিশেষজ্ঞ Lorraine Warren স্থানটি পরিদর্শন করেন। তিনি বলেছেন”একমাত্র জায়গা যেখানে ভৌতিক কার্যকলাপ সব সময় চলে ।
ওই জায়গায় যাওয়ার সঙ্গে সঙ্গেই কিছু না কিছু অনুভব করবেন।” তিনি প্রথম যখন Borley Rectory তে যান তখন অন্যদের সাথে একজন সংবাদকর্মীও ছিলেন সঙ্গে। দরজা দিয়ে প্রবেশের পরই ওই সংবাদকর্মী চিৎকার করেবলতেশুরুকরেন “আমাকে কেউ আঘাত করছে! আমাকে কেউ আঘাত করছে! আমাকে কেউ আঘাত করছে!, আমি নিঃশ্বাস নিতে পারছিনা” সেই সময় টেপ রেকর্ডারঅন করাছিল ( ভৌতিক স্থান ঘটনার তদন্তে টেপ রেকর্ডার, ক্যামেরাসহ আরও অনেক ইলেক্ট্রনিক সরঞ্জাম ব্যাবহার করা হয়, ভৌতিক অস্তিত্ব প্রমান ও পরিমাপেরজন্য ) পরে রেকর্ডারে শুনা গিয়েছিল, যখন লোকটি বলছিল”আমি নিঃশ্বাস নিতে পারছিনা” তখন এক মহিলা কণ্ঠ বলছে“ওকে আঘাত করো,ওকে আঘাতকরো,ওকে আঘাত করো” তারপরে ওই সংবাদ কর্মী Borley Rectory নিয়ে তার অভিজ্ঞতা লিখতে অস্বীকার করেন । ওই স্থানে এক খ্রিস্টান ধর্মযাজিকাকে দেয়ালের ভিতর জীবন্ত কবর দেয়া হয়েছিল । পরে তার কংকাল উদ্ধার করা হয়এবং কাছেই সমাহিত করা হয়।
একটি ভৌতিক বাড়ি-৩ রিভিউ করছেন Unknown তে 2:50 PM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.