একটি ভৌতিক বাড়ি-৪
চীনের
হংচুন প্রদেশের এই বাড়ি নিয়ে লোকমুখে নানান ভৌতিক ঘটনা প্রচলিত রয়েছে।
বাড়িটি প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিলো মৃত লাশের গো ডাউন
হিসেবে। যুদ্ধ থেমে যাবার পরে যখন পুরো বিল্ডিং এর সব লাশ ফেলে দেয়া হলো
বা মাটি চাপা দেয়া হলো তারপরেও নাকি অনেকে দেখেছেন এই বাড়ির ভেতরে কারা
যেন দৌড়াদৌড়ি করে। রাতে চিৎকার করে কান্না করে। চাইনিজ ভাষায় আরো কিছু
কথা শোনা যায় রাতের বেলা, যার অর্থ করলে দাঁড়ায়, "আমাদের মুক্তি দাও। আর
পারছি না। আমাদের মুক্তি দাও।" এর পিছনে কোনও যুক্তি বা তর্ক খাটানোর
অবকাশ রাখলেন না চীনের গোস্ট হান্টিং দল "কিউনা মাতসুইং"। তারা অনুমতি
নিয়ে এই বাড়িতে এক রাত থাকেন এবং সেসব আত্মা, প্রেত আত্মার সাথে যোগাযোগ
করার চেষ্টা করেন। তাদের অভিজ্ঞতা হয় ভয়াবহ।
তাদের মাঝে দুইজনকে পরবর্তী দিন উদ্ধার করা হয় আর বাকিদের মধ্যে একজনকে মৃত পাওয়া যায়। মোট ৭ জন ছিলো তারা। বাকি চারজনের কখনো কোনোদিন কোনও অস্তিত্ব পাওয়া যায় নি।
যারা বেঁচে ছিলো তাদের দুইজনই পরে পৃথক পৃথকভাবে আত্মহত্যা করে!
তাদের মাঝে দুইজনকে পরবর্তী দিন উদ্ধার করা হয় আর বাকিদের মধ্যে একজনকে মৃত পাওয়া যায়। মোট ৭ জন ছিলো তারা। বাকি চারজনের কখনো কোনোদিন কোনও অস্তিত্ব পাওয়া যায় নি।
যারা বেঁচে ছিলো তাদের দুইজনই পরে পৃথক পৃথকভাবে আত্মহত্যা করে!
একটি ভৌতিক বাড়ি-৪
রিভিউ করছেন Unknown
তে
2:51 PM
রেটিং:

Post Comment
No comments: