Top Ad unit 728 × 90

>
[]

বডিস্প্রের সুগন্ধিকে দীর্ঘক্ষণ স্থায়ী করার কিছু টিপস


প্রফাইল-দৈনন্দিন জীবনে বডিস্প্রে আমাদের সবারই খুবই প্রয়োজনীয় একটি উপকরণ। প্রতিদিনই বাইরে যাওয়ার সময়ে এটি ব্যবহার করা প্রয়োজন হয়ে পড়ে। ঘামের দুর্গন্ধ থেকে দেহকে মুক্ত রাখতে বডিস্প্রে কার্যকরী ভূমিকা রাখে। তবে দেখা যায় যে এমন অনেক বডিস্প্রে আছে যেগুলোর সুগন্ধি খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। এই সুগন্ধিকে স্থায়ী করতে কিছু উপায় অবলম্বন করতে পারেন।
ভালো ব্র্যান্ড বাছাই করুন :
বডিস্প্রে ব্যবহারের সময়ে ভালো ব্র্যান্ড দেখে ব্যবহার করা উচিৎ। তা না হলে যেকোনো ব্র্যান্ডের বডিস্প্রের সুগন্ধি বেশিক্ষণ তো থাকবেই না পাশাপাশি তা ত্বকের যেকোনো ধরনের ক্ষতি করবে। তাই সুগন্ধি দীর্ঘক্ষণ থাকে এমন একটি ব্র্যান্ড বাছাই করুন।

বিভিন্ন অংশে ব্যবহার করুন :
বডিস্প্রের সুগন্ধি দীর্ঘক্ষণ ধরে রাখতে দেহের বিভিন্ন অংশে ব্যবহার করতে পারেন। সাধারণত তা বগলে ব্যবহারের পর ঘামে এর গন্ধ বিলীন হয়ে যায়। এজন্য যে অংশগুলো ঘামে না যেমন কানের পেছনে, গলায় ইত্যাদি জায়গায় ব্যবহারে তা দীর্ঘক্ষণ স্থায়ী হবে।

কাপড়ে মাখাবেন না :
অনেকেই বডিস্প্রে কাপড়ে ব্যবহার করে থাকেন এবং স্প্রে করার পরে জায়গাটি ঘষে থাকেন। এই ধরনের কাজ একেবারেই করবেন না। এতে সুগন্ধি আরও নষ্ট হয়ে যায়। আর সবসময় শরীরে ব্যবহার করবেন।
স্প্রে করার পরে কিছুক্ষণ অপেক্ষা করুন :
বডিস্প্রেটি বডিতে স্প্রে করার সাথে সাথে কাপড় পরবেন না কিছুক্ষণ অপেক্ষা করুন যেন স্প্রেটি সারা গায়ে ছড়িয়ে পড়ে।
কম ঘামার চেষ্টা করুন :
অতিরিক্ত ঘামলেই বডিস্প্রের সুগন্ধিটি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়। এজন্য যতটা সম্ভব কম ঘামার চেষ্টা করুন। তাহলে বডিস্প্রের সুগন্ধিটি স্থায়ী হবে।
একই সুগন্ধিযুক্ত অন্য প্রসাধন ব্যবহার করুন :
আপনি যেই ব্র্যান্ডের বডিস্প্রেটি ব্যবহার করছেন একই ব্র্যান্ডের এবং একই ঘ্রাণযুক্ত অন্য প্রসাধনীও ব্যবহার করুন। এতে করে বডিস্প্রের সুগন্ধিটি দিনশেষে নিঃশেষ হয়ে গেলেও অন্য প্রসাধনের সুগন্ধি আপনাকে সতেজ রাখবে।
কিছুক্ষণ পরপর ব্যবহার করুন :
আপনার বডিস্প্রেটি যদি একেবারেই কম সময় স্থায়ী হয়ে থাকে তাহলে এটিকে সবসময় অপনার সাথেই রাখুন এবং একটু পরপর ব্যবহার করুন।
বডিস্প্রের সুগন্ধিকে দীর্ঘক্ষণ স্থায়ী করার কিছু টিপস রিভিউ করছেন Abdullah Al Mamun তে 7:31 AM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.