দুনিয়াতে ভালো মানুষ আর নাই!
টিচারঃ কাল তোমাদের গ্রুপ ফটো তোলা হবে, সবাই ৫০ টাকা করে নিয়ে আসবে...।
পাপ্পুঃ (মনে মনে ) একটা ফটো তুলতে ২০ টাকা লাগে, আর এরা নিচ্ছে ৫০টাকা ? মানে একজনের থেকে ৩০ টাকা, আমরা ৬০ জন মানে ১৮০০ টাকা....। তারপর ওই টাকায় স্যারেরা মিষ্টি, সিঙ্গাড়া, কোলড্রিংকস খাবে। আর আমাদের বেলায়, কাঁচকলা। চল বল্টু, ঘরে যাই....কাল মায়ের থেকে ৫০ টাকা করে নিয়ে আসবো। সমাজে ভালো কিছু রইলনা রে ভাই।
পাপ্পুঃ (মনে মনে ) একটা ফটো তুলতে ২০ টাকা লাগে, আর এরা নিচ্ছে ৫০টাকা ? মানে একজনের থেকে ৩০ টাকা, আমরা ৬০ জন মানে ১৮০০ টাকা....। তারপর ওই টাকায় স্যারেরা মিষ্টি, সিঙ্গাড়া, কোলড্রিংকস খাবে। আর আমাদের বেলায়, কাঁচকলা। চল বল্টু, ঘরে যাই....কাল মায়ের থেকে ৫০ টাকা করে নিয়ে আসবো। সমাজে ভালো কিছু রইলনা রে ভাই।
বাড়িতে গিয়ে.......
পাপ্পুঃ মা, কাল স্কুলে ফটো তোলা হবে স্যার ১০০ টাকা নিয়ে যেতে বলেছে।
মাঃ ১০০টাকা...!! বলিস কি..? এরা তো দিনে ডাকাতি করছে। বাচ্চা গুলোর টাকা নিয়ে ফুর্তি করবে....। কি দিনকাল এলো..... দাঁড়া পাপ্পু, তোর বাবার কাছ থেকে চেয়ে দিচ্ছি।
.
.
.
পাপ্পুঃ মা, কাল স্কুলে ফটো তোলা হবে স্যার ১০০ টাকা নিয়ে যেতে বলেছে।
মাঃ ১০০টাকা...!! বলিস কি..? এরা তো দিনে ডাকাতি করছে। বাচ্চা গুলোর টাকা নিয়ে ফুর্তি করবে....। কি দিনকাল এলো..... দাঁড়া পাপ্পু, তোর বাবার কাছ থেকে চেয়ে দিচ্ছি।
.
.
.
.
.
.
.
.
.
.
.
কইগো শুনছো....পাপ্পু র স্কুলে ফটো তোলা হবে। স্যারেরা ২০০ টাকা চেয়েছে......।।
দুনিয়াতে ভালো মানুষ আর নাই!
রিভিউ করছেন Unknown
তে
5:13 AM
রেটিং:
Post Comment
No comments: