গুগলের কিছু জানা -অজানা সার্চ ট্রিকস
বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ সার্চ ইঞ্জিন হিসেবে গুগল সবার নিকট পরিচিত। গুগলের
এই সার্চ ইঞ্জিনের আরও বহুবিধ ব্যবহার রয়েছে। যেগুলো আমাদের অনেকের জানা
আবার অনেকের অজানা। শব্দের অর্থ, সময়, তারিখ, কারেন্সি কনভার্টার,
ক্যালকুলেটরসহ আরো কিছু প্রয়োজনীয় তথ্য পেতে সহজ ও মজার কিছু ফিচার যোগ
করেছে এ সার্চ ইঞ্জিন। ফলে কিছু টিপস জানা থাকলেই গুগল ইঞ্জিনকে আরো সহজ ও
প্রয়োজনীয় টুলসে পরিণত করা যায়। আসুন এই বিষয়গুলো জেনে নিই।
কারেন্সি কনভারশন
গুগলকে খুব সহজেই বিভিন্ন দেশের মুদ্রার তুলনা করা যেতে পারে। অর্থাৎ একে
কারেন্সি করভার্টার হিসেবে ব্যবহার করা যেতে পারে। এজন্য সার্চবারে
প্রয়োজনীয় মুদ্রা লিখে সার্চ দিলেই হবে। যেমন: USD in BDT
অভিধান হিসেবে
গুগলকে একটি সমৃদ্ধ অভিধান হিসেবে ব্যবহার করা যায়। এজন্য প্রয়োজনীয় শব্দের
পূর্বে “define:” শব্দটি লিখলেই চলে। যেমন: define: philosophy
স্থানীয় সময়
নির্দিষ্ট স্থানের নামের আগে “time” শব্দটি লিখুন। যেমন: time Dhaka
স্থানীয় আবহাওয়া
শহর বা রাজ্যের নামের আগে “weather” শব্দটি লিখুন। যেমন: weather Dhaka
ক্যালকুলেটর হিসেবে
যে কোন একটি হিসাব যেমন ২০০+৫০০= দিলেই গুগল ক্যালকুলেটর হাজির হবে। তবে এক্ষেত্রে ব্যবহার করতে হবে ইংরেজি হরফ।
সমার্থক শব্দ
শব্দের সমার্থক খুঁজতেও গুগলের জুড়ি নেই। শব্দটির আগে টিল্ড চিহ্ন (~) লিখুন। যেমন ~fast food
ইউনিট কনভারশন
উচ্চতা, ওজন এবং আয়তন ইত্যাদি রাশির এককের রূপান্তর করতে গুগল ব্যবহার করতে
পারেন। এজন্য সার্চ বক্সে কাঙ্ক্ষিত রূপান্তর লিখুন। যেমন: kg in pound,
inch in km
ফুল ভার্সন সফটওয়্যার
সংশ্লিষ্ট সফটওয়্যারের নাম লিখে একটি স্পেস দিয়ে .94fbr লিখতে হবে। যেমন: Photoshop .94fbr
পিডিএফ ফাইল
সংশ্লিষ্ট পিডিএফ ফাইলেরনাম লিখে :pdf লিখতে হবে। যেমন: Theory of Realtivity :pdf
airlines/flight schedule জানতে
নির্দিষ্ট airlines এর নাম লিখে একটি স্পেস দিয়ে ফ্লাইট নম্বর দিতে হবে। যেমন: fly dubai 456.
গুগলের এই সার্চ ট্রিকস গুলো অনেকেরই জানা আবার অজানাও। যারা জানেন নি তাদের জন্য শেয়ার করলাম আজকের এই গুগল ট্রিকস গুলো ধন্যবাদ
গুগলের কিছু জানা -অজানা সার্চ ট্রিকস
রিভিউ করছেন Unknown
তে
8:43 AM
রেটিং:
No comments: