Top Ad unit 728 × 90

>
[]

ফটোশপ ব্যাবহার করে ঠোটের রঙ পরিবর্তন করুন সহজেই

আজকের বিষয়টি কিভাবে ঠোটের রঙ change করবেন ফটোশপ ব্যাবহার করে। এটি করা খুব সোজা । শুধু আমার Instruction গুলো Follow করুন ।
প্রথমে আপনার ফটোশপ Open করুন ।
তারপর আপনি যে ফটোটির ঠোটের রঙ Edit করতে চান সেটি Open করুন।


এরপর আপনি Polygonal Lasso Tools(L) এ ক্লিক করুন ।

এরপর খুব সাবধানে ঠোটের অংশ টুকু Select করুন।

Select করা শেষ হলে Image এ যান এরপর Adjustment এরপর Hue/saturation এ ক্লিক করুন।

এরপর আপনি মাউস কার্সর টি বাম থেকে ডানে বা ডান থেকে বামে টানুন দেখেছেন কিভাবে ঠোটের রঙ Change হল ।

এরপর OK ক্লিক করুন , আপনার কাজ শেষ।
ফটোশপ ব্যাবহার করে ঠোটের রঙ পরিবর্তন করুন সহজেই রিভিউ করছেন Unknown তে 9:13 AM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.