Top Ad unit 728 × 90

>
[]

PSP গেমস Android মোবাইল এ যেভাবে চালাবেন??:

আমাদের সবার কম বেশি psp গেম নিয়ে ধারনা আছে।psp গেমস এর গ্রাফিক্স  চরম,খেলতে অস্তির লাগে ,কিন্তু কয়জনের PSP কিনে গেমস খেলার সাধ্য আছে বলুন, কিন্তু Android মোবাইল তো সবার হাতেই কম বেশি থাকে ;-)। ।আপনি চাইলে psp গেমস এর সাধ আপনার Android মোবাইল এই নিতে পারেন । ।তাই আমি আজকে দেখাবো কিভাবে Android মোবাইল এ PSP গেমস খেলতে হয়, তো আর কথা না বারিয়ে শুরু করিঃ
PSP গেমস কিঃ
PSP means Play Station Portable . PSP একটা ডিভাইস যেটার মাধ্যমে আপনি গেমস খেলতে পারবেন। PSP গেমস গুলার File  দুইটা ফরমেট এর হই:
1.iso File
2.cso File.
মজার বেপার হচ্ছে এইসব PSP গেমস খেলার জন্য এখন আর PSP কিনতে হবে না,এসব মজার মজার PSP গেমস আপনি আপনার Android মোবাইল এ খুব সহজেই খেলতে পারবেন,এর জন্য আপানকে জাস্ট একটা Emulator ইন্সটল করতে হবে।Emulator হচ্ছে একটা Apps যেটা মোবাইল এ ইন্সটল করে psp গেমস চালাতে হবে।

এইসব Emulator আপনি http://www.ppsspp.org/downloads.html  থেকে ডাউনলোড করে নিতে পারেন।
PSP গেমস D0wnload করার কয়েকটি সাইটঃ
১।http://www.pspshare.org/
২।http://www.downloadgamepsp.com/
৩।http://www.ffinsider.eu/psp-iso/
৪।http://www.pspgamecrazy.com/
যেভাবে PSP গেমস ANDROID  এ চালাবেনঃ
এটা খুবি সহজ প্রক্রিয়া
১. প্রথমে  PSP গেমের ico/cso ফাইল টা SD Card এর যেকোন জাইগায় রাখেন।
২. পরে PSP Emulator  আপানর মোবাইল এ ইন্সটল করেন, তারপর EMulator টা ওপেন করেন,ওপেন করলে আপানর মেমোরি কার্ড এ যেসব ফোল্ডার আছে সব শো করবে,এই Emulator এর ভিতর থেকে  আপনি যেখানে  iso/cso ফাইলটা  টা রাখছেন সেখানে যেয়ে গেমের লোগো দেখতে পাবেন, সেটা সিলেক্ট করুন দেখবেন গেমস ওপেন হয়ে গেছে।
PSP গেমস Android মোবাইল এ যেভাবে চালাবেন??: রিভিউ করছেন Unknown তে 8:24 AM রেটিং:

No comments:

কপিরাইট ২০১৬ © টিপস ওয়ার্ল্ড এর সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন করেছেন আব্দুল্লাহ আল মামুন

যোগাযোগ

Name

Email *

Message *

Theme images by enot-poloskun. Powered by Blogger.