বাংলা বানানের ভুল ধরবে ফায়ারফক্স (পড়ুন, কিছুটা হলেও আপনার উপকারে আসবে)
ইন্টানেটে ওয়েবসাইট দেখার সফটওয়্যার মজিলা ফায়ারফক্সে একটি বাংলা অভিধান
রয়েছে। সে্টি সক্রিয় করে বাংলা লিখলে লেখার সময় বানানে ভুল হলে সতর্ক করা
হয়। ভুল বানানের নিচে লাল দাগ পড়ে। এ সুবিধা পেতে হলে আপনাকে মজিলা
ফায়ারফক্সে একটি অ্যাড-অন ইনষ্টল করতে হবে।
ইনষ্টল করার জন্য আপনি দু’টি পদ্ধতি অবলম্বন করতে পারবেন।
প্রথমে মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করুন। তারপর Open Menu থেকে Add-ons-এ ক্লিক করুন।
প্রথম পদ্ধতিঃ Search Box-এ টাইপ করুন “Bengali Bangladesh Dictionary”। তারপর নিচের ছবিটির মত আসবে। তারপর Install-এ ক্লিক করুন। ব্রাউজার রিস্টার্ট চাইবে, সুতরাং রিস্টার্ট দিন।
দ্বিতীয় পদ্ধতিঃ প্রথমে মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করুন। তারপর Address Bar-এ টাইপ করুন
https://addons.mozilla.org/en-US/firefox/addon/bengali-bangladesh-dictionary/
অথবা সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করার জন্য এখানে ক্লিক করুন।
এখন ঠিকানা অনুযায়ী ওয়েবসাইটে গিয়ে Add to Firefox-এ ক্লিক করুন। নতুন উইন্ডো এলে Install now-এ ক্লিক করুন।
একটি ফাইল স্বয়ংক্রিয়ভাবেই যুক্ত হবে। এরপর Restart Firefox –এ ক্লিক করুন। ফায়ারফক্স Close হয়ে আবার Open হবে।
এতোক্ষন দেখালাম Add-ons -টি ব্রাউজারে কিভাবে Add করাতে হয় বা করাবেন। যদিও সিস্টেমটি আপনারা সেই ছোট কাল খেকেই জানতেন বা শিখেছেন Add-ons ব্রাউজারে কিভাবে Add করাতে হয়। তারপরও আমি একটু মাষ্টারি দেখাইলাম আর কি দেইখেন, মনে আবার কিছু নিয়েন না
এরপর কোনো কিছু লিখলে দেখবেন ভুল বানানের নিচে লাল কালির দাগ পড়েছে। Add-ons -টি ফায়ারফক্সের সব ভার্সনে কাজ নাও করতে পারে। তাই Add-ons -টি ডাউনলোড করার আগে ওই পেজের নিচে থেকে দেখে নিবেন আপনার ব্রাউজারটি এ Add-ons -টি সমর্থন করবে কিনা।
Source: http://goo.gl/KwzB36
ইনষ্টল করার জন্য আপনি দু’টি পদ্ধতি অবলম্বন করতে পারবেন।
প্রথমে মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করুন। তারপর Open Menu থেকে Add-ons-এ ক্লিক করুন।
প্রথম পদ্ধতিঃ Search Box-এ টাইপ করুন “Bengali Bangladesh Dictionary”। তারপর নিচের ছবিটির মত আসবে। তারপর Install-এ ক্লিক করুন। ব্রাউজার রিস্টার্ট চাইবে, সুতরাং রিস্টার্ট দিন।
দ্বিতীয় পদ্ধতিঃ প্রথমে মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করুন। তারপর Address Bar-এ টাইপ করুন
https://addons.mozilla.org/en-US/firefox/addon/bengali-bangladesh-dictionary/
অথবা সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করার জন্য এখানে ক্লিক করুন।
এখন ঠিকানা অনুযায়ী ওয়েবসাইটে গিয়ে Add to Firefox-এ ক্লিক করুন। নতুন উইন্ডো এলে Install now-এ ক্লিক করুন।
একটি ফাইল স্বয়ংক্রিয়ভাবেই যুক্ত হবে। এরপর Restart Firefox –এ ক্লিক করুন। ফায়ারফক্স Close হয়ে আবার Open হবে।
এতোক্ষন দেখালাম Add-ons -টি ব্রাউজারে কিভাবে Add করাতে হয় বা করাবেন। যদিও সিস্টেমটি আপনারা সেই ছোট কাল খেকেই জানতেন বা শিখেছেন Add-ons ব্রাউজারে কিভাবে Add করাতে হয়। তারপরও আমি একটু মাষ্টারি দেখাইলাম আর কি দেইখেন, মনে আবার কিছু নিয়েন না
যাই-হোক,
মূল কথাটাই তো এখনো বলা হয়নি। Add-ons টি ব্রাউজারে Install করার পর
অ্যাকটিভ করবেন কিভাবে? এটাই যদি না বলি তাইলে তো বাশঁ খাইতে সময় বেশি
লাগবে না। তাহলে এবার দেখুন Add-ons-টি ব্রাউজারে কিভাবে অ্যাকটিভ করতে হয় বা করবেন।
এবার
ফায়ারফক্স দিয়ে কোনো কিছু মধ্যে যেমনঃ ওয়েবসাইট, ব্লগ, মেইল ইত্যাদি খুলে
লেখার স্থানে কোনো কিছু বাংলায় লিখে মাউসের রাইট বাটন ক্লিক করে Language
থেকে Bengali (Bangladesh) নির্বাচন করুন।
এরপর কোনো কিছু লিখলে দেখবেন ভুল বানানের নিচে লাল কালির দাগ পড়েছে। Add-ons -টি ফায়ারফক্সের সব ভার্সনে কাজ নাও করতে পারে। তাই Add-ons -টি ডাউনলোড করার আগে ওই পেজের নিচে থেকে দেখে নিবেন আপনার ব্রাউজারটি এ Add-ons -টি সমর্থন করবে কিনা।
Source: http://goo.gl/KwzB36
বাংলা বানানের ভুল ধরবে ফায়ারফক্স (পড়ুন, কিছুটা হলেও আপনার উপকারে আসবে)
রিভিউ করছেন Unknown
তে
7:23 PM
রেটিং:
No comments: